My Sports App Download
500 MB Free on Subscription


মুশফিকের গ্লাভস হাতে লিটন

নিউজিল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টিতে চোটের কারনে দলে নেই মুশফিকুর রহিম। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন লিটন দাস। মূলত কাঁধের পুরনো চোটেই প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটসম্যান।

দীর্ঘদিন পর একই সঙ্গে একাদশে তিন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ছাড়া ম্যাচ খেলছে বাংলাদেশ। ২০০৬ সালে শেষবার এই তিনজনকে ছাড়া খেলতে নেমেছিল বাংলাদেশ। এরপর ঘুরে ফিরে তিনজনের কেউ না কেই ছিলেন একাদশে। এবার অনেকটা নতুনদের নিয়েই লড়াইয়ে নেমেছেন মাহমুদউল্লাহ। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো নিজেদের কমেন্ট্রিতে মুশফিকের চোটের বিষয়টি জানিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে বিসিবি মুশফিকের চোটের ব্যাপারে কিছুই জানায়নি। জানা গেছে, কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে চোট পেয়েছেন তিনি।

ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে তাসকিনের বল হেনরি নিকোলসের ব্যাটের কানায় গেলে মুশফিকের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারিতে যায়। ড্রাইভ দিয়ে বল ধরার চেষ্টা করতে গিয়ে কাঁধে আঘাত পান মুশফিক। এরপর অস্বস্তি নিয়েই কিপিং-বাটিং চালিয়ে গিয়েছিলেন মুশফিক।