My Sports App Download
500 MB Free on Subscription


সালমা-জাহানারাদের-কোচ-হচ্ছেন-রবিনসন

নারী ক্রিকেট দলের প্রধান কোচ হতে চলেছেন মার্ক রবিনসন। বিসিবির উইমেন্স উইংয়ের সভাপতি শফিউল আলম নাদেল এমনটাই নিশ্চিত করেছেন জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে। ইসিবির সাবেক এই কোচ ভারতীয় কোচ আঞ্জু জেইনের স্থলাভিষিক্ত হতে চলছেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর তাঁকে কোচের দায়িত্ব ছাড়তে হয়েছে। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচেই হেরে বিদায় নেয় বাংলাদেশ নারী দল। ২০১৮ সালে বাংলাদেশের মেয়েদের কোচ হয়ে এসেছিলেন তিনি। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আঞ্জুর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বিসিবি। রবিনসনের সঙ্গে চুক্তি সম্পন্ন না হলেও বিসিবি আশাবাদী তিনি জানুয়ারিতেই যোগ দেবেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে সেই নতুন বছরের শুরুতেই ক্যাম্পের পরিকল্পনা করছে বিসিবি। এই ক্যাম্পে নতুন কোচকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির উইমেন্স উইংয়ের সভাপতি। তিনি বলেন, 'আমরা আশা করছি সে জানুয়ারিতে আসবে এবং আমাদের জাতীয় নারী দলের দায়িত্ব নেবে। আমরা তাঁকে নারী দলের আসন্ন ক্যাম্পেও চাচ্ছি। তার সঙ্গে এখনও চুক্তি সাক্ষর হয়নি। আমরা ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ এগিয়ে রেখেছি। সে এখানে আসবে ২ বছরের জন্য।'