My Sports App Download
500 MB Free on Subscription


ফাইনালে সালমার নীল দল

তিনটি দল নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে শুরু হয়েছে। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সবুজ দলকে ৯ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের নীল দল।

সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভার খেলে ৮৩ রানে গুটিয়ে যায় সবুজ দল। সর্বোচ্চ ১৯ রান আসে অধিনায়ক শারমিন সুলতানার ব্যাট থেকে।নীল দলের হয়ে মুমতাহেনা ১০ ওভারে ২২ রানে খরচায় ৪ উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা ও জাহানারা আলম। প্রথম ম্যাচে ৬ উইকেট শিকার করা ফারিহা তৃষ্ণা একটি উইকেট নিলেও বেশ কিপটে বোলিং করেছেন। ৭ ওভারে ৪ মেডেনে ৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

৮৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শরু করে নীল দল। তাদের ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। মুর্শিদা খাতুন ২৪ রান করে নুজহাত টুম্পার হাতে ক্যাচ দিয়ে সানজিদার শিকার হন। আরেক ওপেনার শামীমা সুলতানা তিন নম্বরে নামা ফারাজানা হককে নিয়ে ২২.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে। শামীমা ৩০ ও ফারজানা ২১ রানে অপরাজিত থাকেন।আসরের প্রথম ম্যাচে লাল দলকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ গেমসে শুভ সূচনা করেছিলো জাহানারা-সালমারা। তিন দলের প্রতিযোগিতার ফাইনাল আগামী শুক্রবার। তার আগে বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল। এই ম্যাচের জয়ী দল ১২ মার্চ নীলের বিপক্ষে ফাইনাল খেলবে।