My Sports App Download
500 MB Free on Subscription


সাকিব না থাকাতেই মুমিনুলদের এমন বিপদ!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসের পর সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ। দুই ইনিংসে বোলিং এবং এক ইনিংসের ব্যাটিংয়ের খেসারত ম্যাচ হেরে দিতে হয়েছে মুমিনুলের দলকে। ঢাকায়ও সাকিব বিহীন বাংলাদেশকে বিবর্ণই মনে হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে সাকিবকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। তবে কী সাকিবকে ছাড়া আরও একবার বিপদে পড়তে যাচ্ছে লাল-সবুজ জার্সীধারীরা।

মুমিনুল জানালেন সাকিব না থাকায় দলের সঠিক সমন্বয় করা কঠিন হয়ে পড়ে, ‘সাকিব ভাই চলে যাওয়াতে আমাদের দলের সমন্বয় একটু ওলট-পালট হয়ে গিয়েছিল। সাকিব ভাই না থাকলে সঠিক সমন্বয় গড়া একটু কঠিন হয়। আমি আগেই বলেছি, দল হারলে অনেককিছুরই কমতি মনে হয়। জিম্বাবুয়ের সঙ্গে যখন আমরা জিতেছিলাম তখন এতো কিছু বের হয়নি।’

ভারতে মুমিনুলের অধিনায়কত্বে প্রথম সিরিজ খেলতে গিয়েই হোয়াইটওয়াশ হয়েছিল মুমিনুলের দল। এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবল ধোলাই হলো বাংলাদেশ। কতটা খারাপ অনুভূতি জানতে চাইলে মুমিনুল বলেছেন, ‘বিদেশের মাটিতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা ছিল। দেশের মাটিতেও হয়ে গেল। দল হারলে আপনি অবশ্যই হতাশ হবেন। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো আমরা দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারব।’