My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ট্রেনাররা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্ট হয়েছে ১০৮ জন ক্রিকেটারের। ফিটনেস টেস্ট দিতে হয়ে সাকিব আল হাসানকেও। লম্বা সময় মাঠের বাইরে থাকলেও এই পরীক্ষায় বেশ ভালো ভাবেই উতরে গেছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আসন্ন এই টি-টোয়েন্টি কাপে খেলতে হলে অবশ্যই ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এর জন্য বিসিবি মানদণ্ডও বেঁধে দিয়েছে। বিপ টেস্টে ১১ পেলে এই টুর্নামেন্টে খেলতে আর বাধা থাকবে না।

সাকিবের অবশ্য ফিটনেস পরীক্ষা দেয়ার কথা ছিল ৯ নভেম্বর। তবে অন্য ক্রিকেটারর সবার যেহেতু করোনা পরীক্ষায় হয়নি তাই জনসমাগম এড়াতে একদিন পরে এই পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

সাকিবের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবির ট্রেনাররা। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অন্য ক্রিকেটাররাও ফিটনেস পরীক্ষায় দারুণ ভালো করেছেন। প্রধান নির্বাচকের বিশ্বাস খেলোয়াড়রা এই ধারা অব্যাহত রাখবেন।

তিনি বলেন, 'সাকিব আল হাসানও আজকে দিয়েছে (ফিটনেস পরীক্ষা)। আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছেই আছে। আমাদের ট্রেইনাররা যথেষ্ট সন্তুষ্ট ওর ফিটনেস নিয়ে। তো আমি আশা করছি যে খেলোয়াড়রা কন্টিনিউয়াস এই প্রগ্রেসের মধ্যেই থাকবে ফিটনেসে, সবার পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে।'

কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে হতাশ হয়েছেন নান্নু। তিনি বলেন, 'আজকে আমরা ফিটনেস টেস্ট শেষ করেছি। ড্রাফটে যাদের নাম দিয়েছিলাম, সবারই ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে এবং কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেস স্ট্যান্ডার্ড খুবই খারাপ গিয়েছে। ওদেরকে ড্রাফটে ড্রপ করা হয়েছে। সব মিলিয়ে ৯৮% খেলোয়াড়ই কিন্তু ভালো মানে আছে যেটা আমরা ওদের বেঞ্চমার্ক করে দিয়েছিলাম।'