My Sports App Download
500 MB Free on Subscription


সেঞ্চুরি করেও বিশ্বাস হচ্ছে না মিরাজের!

তিন ফরম্যাট মিলিয়ে ৭৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেহেদী হাসান মিরাজ। চার বছর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও কোন ফরম্যাটেই তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি তিনি। বোলিং ভালো করলেও নিজের ব্যাটিং স্বত্ত্বাকে হারাতে বসেছিলেন এই অলরাউন্ডার। নিজেই হতাশ হয়ে পড়েছিলেন ব্যাটিং নিয়ে। তাইতো বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেও যেন বিশ্বাস হচ্ছে না তরুণ এই অলরাউন্ডারের।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির অনুভূতি জানাতে গিয়ে মেহেদী হাসান বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আল্লাহ্র কাছে লাখ লাখ শুকরিয়া। খুব ভালো লাগছে যে, আসলে এরকম একটা সেঞ্চুরি করতে পেরেছি। তবে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। শেষ পর্যন্ত করতে পেরে ভালো লাগছে।’বয়সভিত্তিক ক্রিকেট জেনুইন অলরাউন্ডার হিসেবে খেললেও জাতীয় দলে বিশেষজ্ঞ বোলার হয়ে উঠেছিলেন। ফলে ব্যাটসম্যান স্বত্বটা হারিয়ে বসতে ছিলো মিরাজের।

এই সেঞ্চুরি কী অলরাউন্ডার হিসেবে মিরাজকে প্রতিষ্ঠিত করবে-এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘রান করবো, আমি নিজে খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। তবে এতোটুকু বিশ্বাস ছিলো পরিশ্রম করলে সফল হবোই। অবশ্যই ভালো অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। আমার কথা হল যেহেতু আমার সুযোগ আছে তাহলে কেন আমি সেই সুযোগ কাজে লাগাবো না।’নিজের প্রথম সেঞ্চুরি পরিবারের সবাইকে উৎসর্গ করেছেন মিরাজ, ‘অবশ্যই পরিবারের সকল সদস্যকে করতে চাই। মা বাবা, আমার জন্য দোয়া করেন। আমার স্ত্রী আছে ছোট বাবু আছে। ‘আমার স্ত্রী বাবুকে বলে বাবাকে দোয়া করে দাও।’’ ‘একটুকু বাচ্চা সে কি বুঝে তাও তাকে দোয়া করতে বলা হয়।’’’ পরিবার সবসময়ই আমার জন্য দোয়া করে।’