My Sports App Download
500 MB Free on Subscription


এক ম্যাচ আগেই পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর-হায়দার

ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছিল পাকিস্তান। শেষ ম্যাচ সুপার ওভারে জিতে হোয়াইটওয়াশ এড়ায় জিম্বাবুয়ে। এবার টি-টোয়েন্টিতেও এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে খেলতে নেমে বাবর আজম এবং হায়দার আলীর জোড়া হাফ সেঞ্চুরিতে ২৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। তারা শুরুতেই হারায় অভিজ্ঞ ওপেনার ব্রেন্ডন টেইলরের উইকেট (৩)। এরপর দ্রুতই চামু চিবাবার (১৫) উইকেট। বেশিদূর এগোতে পারেননি শেন উইলিয়ামসও। তিনি ফেরেন ১৩ রান করে।

শেষ দিকে ওয়েসলি মাধেভেরের ২৪ এবং রায়ান বার্লের ৩২ রানের অপরাজিত ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে হারিস রউফ এবং উসমান কাদির ৩টি করে উইকেট নেন। ১টি উইকেট যায় ফাহিম আশরাফের ঝুলিতে।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন ফখর জামান। তিনি ফিরে যান মাত্র ৫ রান করে। এরপর হায়দার আলীকে নিয়ে পাকিস্তানকে জয়ের অনেক কাছে নিয়ে যান বাবর আজম। তিনি শেষদিকে আউট হন ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে।

বাকি সময়টা খুশদিল শাহকে নিয়ে দেখে শুনে পাড়ি দেন হায়দার। তিনি অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১১ রানে অপরাজিত থাকেন খুশদিল। জিম্বাবুয়ের হয়ে একাই ২ উইকেট নেন ব্লেজিং মুজারাবানি।