My Sports App Download
500 MB Free on Subscription


কিংস ইলেভেন ‌নাম বদলে পাঞ্জাব কিংস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরুর আগে নিজেদের নাম বদলে ফেলছে কিংস ইলেভেন পাঞ্জাব। আসন্ন মৌসুমে পাঞ্জাব কিংস নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ধারণা করা হচ্ছে বিসিসিআইয়ের কাছে অনুমোদনও পেয়েছে তারা। যদিও কোনো মালিক কিংবা দলটির অধিকর্তাররা নাম পরিবর্তনের কোনো কারণ জানাননি। ১৮ ফেব্রুয়ারি এবারের মৌসুমের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে বড় অনুষ্ঠান করে নিজেদের নতুন নাম প্রকাশ করবে বলে জানা গেছে।

মুম্বাইয়ে নতুন নাম প্রকাশ করে সেই নামে এবারের নিলামে অংশ নেবে তারা। গেল ১৩ আসরে নিয়মিতভাবে অংশগ্রহণ করলেও এখনও শিরোপা ছোঁয়া হয়নি দলটির। এখন পর্যন্ত তাঁদের সবচেয়ে বড় সাফল্য রানার্স আপ। এ ছাড়া একবার তৃতীয়স্থান অর্জন করেছিল তারা।

আইপিএলের গেল মৌসুমেও প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেননি দলটির ক্রিকেটাররা। আইপিএলের শুরুতে পরপর হারতে হয়েছিল পাঞ্জাবকে। তবে তারপরেই টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ পর্বে চমকে দেয়। এক সময় প্লে অফে ওঠারও অন্যতম দাবিদার ছিল দলটি। তবে শেষদিকে এসে সেরা চারে ওঠা হয়নি তাঁদের।

প্রত্যাশা পূরণ করতে না পারায় এবারের আসরের আগে গ্লেন ম্যাক্সওয়েল, মুজিব উর রহমান, শেল্ডন কটরেল, জিমি নিশামদের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে পাঞ্জাব। তবে ক্রিস গেইল, নিকোলাস পুরান ও লোকেশ রাহুলদের মতো ক্রিকেটারদের ধরে রেখেছে তারা।