My Sports App Download
500 MB Free on Subscription


দুই কোটিতে সাকিব, এক কোটিতে মোস্তাফিজের নিলাম

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের জন্য 

১ হাজার ১১৪ জনের ক্রিকেটার তাদের নাম নিবন্ধন করেছিলেন। গত সপ্তাহে সেই নামের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। বৃহস্পতিবার রাতে সেই তালিকা ছোট করে ফ্রাঞ্চাইজিদের বাছাইকৃত ২৯২ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ওখানে রয়েছেন বাংলাদেশের চারজন ক্রিকেটার।

প্রাথমিক তালিকা থেকে লিটন দাস ও সৌম্য সরকার বাদ পড়লেও চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে বসবে ১৪তম আসরের নিলাম। বেলা ৩টায় শুরু হবে ২০২১ মৌসুমের নিলামটি।

এবারের আইপিএলের নিলাম হবে চার ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ মূল্য ২ কোটি রুপির তালিকায় আছে সাকিবের নাম। সাকিব ছাড়াও আছেন হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভেন স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জেসন রয়।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য সাকিবেরই। এছাড়া মোস্তাফিজুরের ভিত্তিমূল্য ১ কোটি রুপি, মাহমুদউল্লাহর ৭৫ লাখ রুপি ও সাইফউদ্দিনের ৫০ লাখ রুপি।এবারের নিলামে ২৯২ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছে ১৬৪ জন ভারতীয় ও ১২৮ জন বিদেশী ক্রিকেটার। এর মধ্যে দল পাবে দেশীয়দের মধ্যে ৬১ জন ও বিদেশীদের মধ্যে ২৫ জন।