My Sports App Download
500 MB Free on Subscription


ফিনিশার হতে স্লোয়ার-ইয়র্কারের বিপক্ষে মোসাদ্দেকের প্রস্তুতি

ফিনিশার হিসেবে মোসাদ্দেককে একাদশে রাখা হয়নি। কিন্তু বেশিরভাগ সময়ই নিজের কাজটা ঠিকমতো করতে পারেননি না এই অলরাউন্ডার। তবে ফিনিশিং রোলে সফল হতে স্লোয়ার ও ইয়র্কারের বিপক্ষে প্রস্তুতিটা নিচ্ছেন মোসাদ্দেক।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। দ্বিতীয় দিনের মতো অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে মোসাদ্দেক জানালেন, ‘আসলে ফিনিশার রলের যে দায়িত্বটা থাকে, যখন ব্যাটিং করি হয়তো দলের খারাপ সময়টাতে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং ভালোভাবে ফিনিশ করা। কিন্তু ওই সময়টাতে ইয়র্কার ও স্লোয়ার বেশি আসে। আমি এটা নিয়েই কাজ করছি। কিভাবে স্লোয়ার ও ইয়র্কার বলগুলো থেকে রান বের করা যায়।’

পায়ের ইনুজুরিতে নিউজিল্যান্ড সফরে বসেই থাকতে হয়েছিল মোসাদ্দেক হোসেনকে। সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য খেলেছিলেন মোসাদ্দেক। নিজের বর্তমান অবস্থা নিয়ে মোসাদ্দেক জানালেন ইতিবাচক খবরই, ‘ইনজুরি থেকে সেরে ওঠার পর আমি ২-৩ দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। এখানে আসার পরও দুইদিন অনুশীলন করলাম। অনেক ভালো অনুভব করতেছি। পায়ের যে অবস্থা ছিল সেখান থেকে অনেক উন্নতি হয়েছে।

গত কিছুদিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। মোসাদ্দেক আশা করছেন খুব দ্রুতই এই অবস্থান উন্নতি হবে, ‘সাম্প্রতিক সময়ে আমাদের দল খারাপ সময় পার করছি। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করবো, দল খুব ভালোভাবে কামব্যাক করবে।’

আগামী ৩১ মে থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে দেবে বলে মনে করেন মোসাদ্দেক, ‘এখানে প্রায় ২০০ জন ক্রিকেটার খেলে। বেশিরভাগ ক্রিকেটারের রুটি রুজিই এটাই। এছাড়া সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সে ক্ষেত্রে এই লিগটা প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।’