My Sports App Download
500 MB Free on Subscription


পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে: শোয়েব

চলতি নিউজিল্যান্ড সফরে যাচ্ছেতাই পারফরম্যান্স করছে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে কোনো রকমে হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা। প্রথম টেস্টে ১০১ রানের হারের পর দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে হার। দলটির এমন পারফরম্যান্সে চটেছেন সাবেক পেসার শোয়েব আখতার।

তার মতে পাকিস্তানিরা স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে নিউজিল্যান্ডে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি) গড়পড়তা ক্রিকেটারদের দিয়ে গড়পড়তা ক্রিকেট খেলাচ্ছে বলে মন্তব্য করেছেন শোয়েব। সেই সঙ্গে পাকিস্তান দলের ম্যানেজমেন্টকেও এক হাত নিয়েছেন তিনি।

শোয়েব বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের রাজনীতি এই বীজ বপন করেছে। একদম সাধারণ মানের খেলোয়াড়দের আনা এবং খেলানোর কাজ তারা করেই যাচ্ছে। ফলে দলটাও সাধারণ এক দল হয়ে গেছে। গড়পড়তা কাজ চালিয়ে যাচ্ছে তারা, ফলও আসছে সাধারণ মানের।’

শোয়েব জানিয়েছেন, টেস্ট ক্রিকেট খেলতে এলেই পাকিস্তান দলের আসল রূপ বেরিয়ে আসে। এজন্য পাকিস্তান দলের ম্যানেজমেন্টকে দোষারোপ করেছেন এই সাবেক স্পিড স্টার। তাদের কবে ম্যানেজমেন্ট থেকে সরানো হবে সেটার জন্যও পিসিবির কাছে প্রশ্ন রেখেছেন তিনি।

শোয়েব বলেন, ‘যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তাদের ধুঁকতে দেখা যাবে। তারা স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে আর টিম ম্যানেজম্যান্টও স্কুল লেভেলের ক্রিকেটারই বানাচ্ছে। এখন আবার তারা ম্যানেজম্যান্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা বদলাবে কবে?’