My Sports App Download
500 MB Free on Subscription


ইডেন পার্কে বৃষ্টি, অনিশ্চয়তায় বাংলাদেশের ম্যাচ

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, টি-টোয়েন্টিতে একই পরিণতির সামনে লাল-সবুজ জার্সিধারীরা। অন্তত শেষ ম্যাচটি জিতে ব্যর্থতা ক্ষতে কিছুটা প্রলেপ লাগানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার ইডেন পার্কে সেই সুযোগটুকুও কেড়ে নিতে যাচ্ছে বৃষ্টি। টানা বৃষ্টির কারনে শেষ ম্যাচটিতে টস হতে বিলম্ব হচ্ছে।

বৃষ্টির কারনে ইতিমধ্যে ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে। এই মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নারী দলের টি-টোয়েন্টি ম্যাচটি মাত্র ২.৫ ওভার খেলা হয়। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি।হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি বাজে পারফরম্যান্সে ৬৬ রানে হারে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পাশাপাশি ফিল্ডারদের ব্যর্থতায় সমালোচিত হতে হয়েছে মাহমুদউল্লাহদের। এরপর নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচ ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।

অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটের ম্যাচটাও হবে হাইস্কোরিং, ফলে এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সফরকারীদের। ইডেন পার্কে সর্বোচ্চ রান ২৪৫। এই মাঠে বাংলাদেশের একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও কখনও টি-টোয়েন্টি খেলেনি। ২০০৭ সালে খেলা ওয়ানডেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০১ রান করেছিল। জবাবে ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল স্বাগতিকরা।

এদিকে বাঁ ঊরুতে টান পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলছেন না মাহমুদউল্লাহ। তার অবর্তমানে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার। সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশেকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন। তার আগে এই ফরম্যাটে বাংলাদেশকে পথ দেখিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ।