My Sports App Download
500 MB Free on Subscription


ব্রিসবেনেও বর্ণবাদের শিকার সিরাজ

বর্ণবাদী দর্শকরা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। সিডনি টেস্টের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষ টেস্টে ব্রিসবেনের দর্শক সারি থেকেও তাঁর উদ্দেশ্যে উড়ে গিয়েছে বর্ণবাদী মন্তব্য।

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিনে বাউণ্ডারিতে ফিল্ডিংয়ে দাঁড়িয়েছিলেন সিরাজ। এবার গ্যাবার দর্শকেরা তাঁকে তুলনা করেছে 'রক্তাক্ত কীটের' সঙ্গে এমনটিই জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। ইতোমধ্যেই সিরাজের উদ্দেশ্যে করা বর্ণবাদী মন্তব্যের ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অস্ট্রেলিয়ান জনপ্রিয় পত্রিকা চ্যানেল নাইনের কাছে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'তারা এসসিজির মতো করেই আবারো সিরাজের উদ্দেশ্যে চিৎকার করছে। আমার এটিকে কোনো ভাবেই কাকতালীয় ঘটনা মনে হয়না। বরং তারা সিরাজকেই বারবার লক্ষ্যবস্তু করছে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) ম্যাচের তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও বর্ণবাদের শিকার হয়েছিলেন সিরাজ। যদিও এদিন এই ঘটনার পরই অভিযুক্ত ৬ দর্শককে গ্যালারি থেকে বের করে দিয়েছিলো নিউ সাউথ ওয়েলস পুলিশ। এমন ঘটনায় প্রায় ১০ মিনিটের মত দিনের খেলা বন্ধ রেখেছিলেন দুইজন আম্পায়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)  জানিয়েছিলো ইতোমধ্যেই তারা তদন্ত শুরু করেছে।তাদের প্রতিবেদন হাতে পাওয়া মাত্রই অভিযুক্ত দর্শকদের জন্য কঠিনতম শাস্তি অপেক্ষা করছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সততা ও নিরাপত্তা বিভাগের প্রধান শান ক্যারল।

পরপর দুইদিন অস্ট্রেলিয়ান দর্শকদের এ ধরণের আচরণে স্বভাবতই ফুঁসে উঠেছিলো ক্রিকেট বিশ্ব। এমনকি আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটে বর্ণবাদের কোন স্থান নেই বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) অফিশিয়াল বিবৃতি প্রকাশ করেছিলো।

তিন ম্যাচ শেষে বোর্ডার -গাভাস্কার ট্রফিতে ১-১ এ সমতায় রয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজ জয়ের লড়াইয়ে ব্রিসবেনে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি।