My Sports App Download
500 MB Free on Subscription


রাজ্জাক-নাফিসের অবসর ঘোষণা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেটারদের সংস্থা কোয়াব।

আন্তর্জাতিক সম্ভাবনা অনেক আগেই বিলীন হলেও মনের আনন্দেই ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন রাজ্জাক ও নাফিস। নিশ্চিতভাবেই চালিয়ে যেতেন আরো কিছুদিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি পাওয়ায় থামতেই হচ্ছে তাঁদেরকে। রাজ্জাক হয়েছেন নির্বাচক আর নাফিস চাকরি নিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগে।

তাই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশ দলের এই সাবেক দুই ক্রিকেটারের। বাংলাদেশের হয়ে মোট ২০০টি আর্ন্তজাতিক ম্যাচ খেলেছেন আবদুর রাজ্জাক। টাইগারদের হয়ে শিকার করেছেন ২৭৮টি উইকেট।৭৫ টি ওয়ানডে, ২৪টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শাহরিয়ার নাফিস। তিন ফরম্যাটে তাঁর ব্যাট থেকে এসেছে মোট ৩৪৯৩ রান।