My Sports App Download
500 MB Free on Subscription


রামদিন-ডি ককদের ক্লাবে মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ডিসমিসালের রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

এদিন মেহেদী হাসান মিরাজের বলে রভম্যান পাওয়েলকে স্টাম্পিং করে এই মাইলফলকে পৌঁছান তিনি। মিরাজের হাল্কা বাউন্স করা বলটি ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন পাওয়েল।

তিনি লাইন মিস করলে বল সোজা চলে যায় মুশফিকের হাতে। বাংলাদেশের এই উইকেটরক্ষকও সুযোগ হাতছাড়া করেননি। সঙ্গে সঙ্গে ভেঙে দেন স্টাম্প।

আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ৪০০ ডিসমিসাল করা উইকেটরক্ষকের সংখ্যা এখন ১৬ জন। ৯৯৮ ডিসমিসাল করে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক সাবেক প্রোটিয়া উইকেটরক্ষক মার্ক বাউচার।

৯০৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গ্রিলক্রিস্ট। আর তিনে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার ডিসমিসালের সংখ্যা ৮২৯।

খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে আছেন মুশফিক। তার চেয়ে বেশি ডিসমিসাল আছে কেবল ক্যারিবীয় উইকেটরক্ষক দীনেশ রামদিন ৪৬৮ এবং কুইন্টন ডি ককের (৪৩৯)।