My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবের পর তামিমের হাফসেঞ্চুরি

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ব্যাটিং-বোলিংয়ে ঠিক ছন্দময় সাকিবকে পাওয়া যাচ্ছিলো না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বোলিংটা কম রকম হলেও ব্যাটিংটা একেবারেই যাচ্ছে তাই হচ্ছিল। বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট-বলের সেই ছন্দহীন সাকিবকেই দেখা গিয়েছিল। অবশেষে নিজেদের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কথা বলল সাকিবের ব্যাট, পেলেন হাফসেঞ্চুরির দেখা। ক্যারিবীয়দের বিপক্ষে নামার আগে এটি নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা দেবে সাকিবকে। এদিন কিছুটা স্লো ব্যাটিংয়ে সাকিব ৮২ বলে খেলেন ৫২ রানের ইনিংস।

মাহমুদউল্লাহর দলের ২২৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিবের মতো হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। ওয়ানডে অধিনায়কের ৮০ বলে ৮০ রানের ইনিংসর উপর ভর করে তামিম একাদশ ৩৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তামিম ৮০ বলে ৫ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়ে স্বেচ্ছায় অবসরে যান। এছাড়া লিটন ৫৩ বলে ৪৮ এবং নাজমুল ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলেন।প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও উইকেট শূন্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন ৪৫ রান খরচায় একটি এবং হাসান মাহমুদ ৩১ রানে একটি উইকেট নেন।

এর আগে মাহমুদউল্লাহ একাদশ আগে ব্যাটিং করে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে। আগের ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলা নাঈম হাসান আজ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। ৬৮ বলে ৪ চার ও ২ ছক্কায নাঈম ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন। দীর্ঘদিন পর রানের দেখা পাওয়া সাকিব খেলেছেন খানিকটা রয়েসয়ে। আউট হওয়ার সময় তার নামের পাশে ছিল ৮২ বলে ৫২ রান। বল হাতে তামিম একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী ও সাইফউদ্দিন। এছাড়া মোস্তাফিজ, রুবেল ও নাসুম নিয়েছেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
মাহমুদউল্লাহ একাদশ : ২২৩/৭, ৪৫ ওভার (সাকিব ৫২, নাঈম ৫০, মোসাদ্দেক ৩১, মুশফিক ২৫, ইয়াসির আলী ২৪, মিরাজ ১১, তাইজুল ৪, হাসান ২; শেখ মেহেদী ২/৩১, সাইফউদ্দিন ২/৬২, নাসুম ১/৩৩, মোস্তাফিজুর ১/৩৭, রুবেল ১/৪৪, আফিফ ০/১১)
তামিম একাদশ: ২২৪/৩, ৩৫.২ ওভার ( তামিম ৮০, নাজমুল ৬১, লিটন ৪৮, মিঠুন ১৭, সৌম্য ১২; হাসান ১/৩১, তাসকিন ১/৪৫, সাকিব ০/২১, তাইজুল ০/৩১)