কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচটিতে খেলেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হ্যামস্ট্রিং চোটে নতুন করে ঝুঁকিতে না পরতেই মূলত মাঠে নামেননি অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিম জানিয়েছেন ডানেডিনে প্রথম ওয়ানডে থেকেই খেলার মতো ফিট হয়ে উঠছেন তিনি।
ইতিমধ্যে তামিমের এমআরআই করানো হয়েছে। রিপোর্টে খারাপ কিছু আসেনি। তামিম নিজেও বৃহস্পতিবার জুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজের খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, ‘আশা করছি প্রথম ম্যাচ থেকেই খেলবো। আমার দুটি সমস্যা ছিল। শেষটা হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিংয়ের অবস্থা এখন ভালো। আজ প্রস্তুতিতে ছিলাম। আগামীকালও প্রস্তুতিতে থেকে সব ধরনের কাজ করবো।’
বৃহস্পতিবার ডানেডিনে অনুশীলনে ফিরেছেন তামিম। যদিও খুব সতর্ক থেকে অনুশীলন করেছেন বাঁহাতি এই ওপেনার। তবে শনিবার মাঠে নামার আগের দিন শুক্রবার পুরোদমে অনুশীলন করবেন বলে জানিয়েছেন তামিম, ‘ (প্রথম ওয়ানডেতে) খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ ভালো অনুশীলন করেছি। কাল পূর্ণ শক্তি ও ছন্দে অনুশীলন করবো। আমি আশাবাদী প্রথম ম্যাচে খেলার জন্য।’