My Sports App Download
500 MB Free on Subscription


ক্যান্ডিতে তাইজুলের ঘূর্ণি জাদুতে আরেকটি অর্জন

প্রথম ইনিংসে ২৪২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেই তাইজুলের ঘূর্ণি জাদুর সামনে পড়েছিলেন লঙ্কান দুই ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। প্রথম ইনিংসে ১১৮ রানের ইনিংস খেলা থিরিমান্নেকে দিয়ে শুরু করে, শেষ করেন সুরঙ্গা লাকমালকে দিয়ে শেষ করেন ক্যান্ডি টেস্টে নিজের ঘূর্ণি জাদু! সবমিলিয়ে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বাঁহাতি এই স্পিনার।

আগের দিন শুরুতেই থিরিমান্নেকে বিদায় করে স্বস্তি এনেদিয়েছিলেন তাইজুল। রবিবার চতুর্থ দিনের শুরুতে ফেলান লঙ্কান অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তাইজুলের কল্যাণে চতুর্থ দিনের সপ্তম ওভারেই প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ।তাইজুলের ফ্লাইট ডেলিভারিতে পরাস্ত হয়ে শর্ট লেগে বদলি ফিল্ডার ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দেন ম্যাথুজ। আউট হওয়ার আগে ম্যাথুজের ব্যাট থেকে আসে ১২ রান। তাইজুলের তৃতীয় শিকার পাথুম নিসানকা। স্কোরবোর্ডে রান বাড়াতে গিয়ে শরিফুলর ক্যাচে পরিণত হন নিসানকা। আউট হওয়ার আগে খেলেন ৩১ বলে ২৪ রান। এরপর লাঞ্চ বিরতির পর ফিরে রমেশ মেন্ডিস ও সুরাঙ্গা লাকমলকে ফিরিয়ে তাইজুল পূর্ণ করেন টেস্টে তার অষ্টম ৫ উইকেট। সবমিলিয়ে ১৯.২ ওভারে ৭২ রান খরচ করে তাইজুল এই মাইলফলকে পৌঁছান।

২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্টে তাইজুলের অভিষেক। নিজের অভিষেক টেস্টেই শিকার করেছিলেন ৫ উইকেট। দেশের বাইরে ততটা উজ্জ্বল না হলেও দেশের মাটিতে তিনি অপরিহার্য হয়েই ছিলেন। তবে ধীরে ধীরে দেশের বাইরেও উজ্জ্বল পারফরম্যান্স করছেন বাঁহাতি এই স্পিনার। ৮ বার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি একবার দশ উইকেটও নিয়েছেন তাইজুল। সবমিলিয়ে ৩৩ ম্যাচে তাইজুলের শিকার ১৩৪ উইকেট। এরমধ্যে ঘরের মাঠে ২১ ম্যাচে তাইজুলের উইকেট ১০৫টি। অন্যদিকে দেশের বাইরে ১২ ম্যাচ খেলে তাইজুলের উইকে সংখ্যা ২৯।