My Sports App Download
500 MB Free on Subscription


দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন ডমিঙ্গো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে গত ২৫ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আজ (১২ ডিসেম্বর) এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে শুক্রবার (১১ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে আবারো ঢাকা ত্যাগ করেছেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজের আগে আবারো বাংলাদেশে ফেরার কথা রয়েছে তাঁর। ডমিঙ্গোর সঙ্গে তখন জাতীয় দলের বাকি কোচদেরও বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির সভাপতি আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আগামী জানুয়ারিতে আমাদের সঙ্গে ডমিঙ্গোর আবারো যোগ দেবেন।'

পরে আকরাম আরো যোগ করে বলেন, কোচিং স্টাফের বাকি সদস্যদের এসময় কোন কাজ না থাকায় তাঁরা বাংলাদেশে আসেনি। আগামী জানুয়ারিতে প্রধান কোচ সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা বাংলাদেশে ফিরে আসবেন।

এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপের শুরুতেও ঢাকায় এসেছিলেন ডমিঙ্গো। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছিলেন তিনি। এছাড়া প্রেসিডেন্টস কাপের পুরোটা জুড়েই তরুণ ক্রিকেটারদের পর্যবেক্ষনের দায়িত্বে ছিলেন বাংলাদেশের এই প্রধান কোচ।

তখন জাতীয় তাঁর সঙ্গে জাতীয় দলের বাকি কোচরাও বাংলাদেশে উপস্থিত থেকে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছিলেন এবং প্রেসিডেন্টস কাপে তিন দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। প্রেসিডেন্টস কাপ শুরুর আগে ডমিঙ্গো বাংলাদেশে ফিরলেও নিজ নিজ দেশেই থেকে গিয়েছিলেন ওটিস গিবসন, রায়ান কুকরা।