My Sports App Download
500 MB Free on Subscription


এমন হারে কোন অজুহাত নেই তামিমের

নিউজিল্যান্ডে আগের ২৬ ম্যাচের সবকটিতেই পরাজয় বরণ করতে হয়েছিল বাংলাদেশ দলকে। ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে পুরনো পরিসংখ্যানের পাশে জয়ের নম্বর বসাতে চেয়েছিলেন তামিমরা। কিন্তু জয়তো আসেইনি। উল্টো নিউজিল্যান্ডে বোলিংয়ের কাছে ভয়াবহ বিধস্ত হতে হয়েছে স্বাগতিক বাংলাদেশ দলকে। এমন হারের পর বিস্মিত, হতবিহবল তামিম।

প্রতিটি হারেরর পর অধিনায়ককে বলতে শোনা যায় অনেক ইতবাচক দিকের কথা। কিন্তু ডানেডিনে বাজে হারের পর বাকরুদ্ধ তামিম ইতিবাচক কোন দিকই খুঁজে পেলেন না, ‘সত্যি কথা বলতে এই ম্যাচ থেকে পজিটিভ কোনো কিছুই নাই নেওয়ার। তারপরও যদি ইতিবাচক দিকের কথা বলতে হয়, তাহলে মিরাজের ৫-৬ ওভারের স্পেল ছাড়া ইতিবাচক কোন দিকই নেই। সত্যি কথা বলতে আমি এই ম্যাচ থেকে কিছুই পাচ্ছি না নেওয়ার মতো।’

কিউই পেস আক্রমণের সামনে তামিমরা ৪১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৩১ রানে। সহজ এ্ই লক্ষ্য ২১.২ ওভারে টপকে যায় কিউইরা মাত্র ২ উইকেট হারিয়ে। এমন হারের পর কোন অজুহাত দিতে নারাজ অধিনায়ক তামিম, ‘আমাদের প্রস্তুতি নিয়ে কোনো ত্রুটি আমি দিব না। আর এমন হারে আমি কোনো অজুহাতও দিব না। কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমরা ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম, ওখানে সাত দিন আমরা ছোট ছোট গ্রুপ করে অনুশীলন করতে পেরেছি। প্লাস কুইন্সটাউনে গিয়েও অনুশীলন করতে পেরেছি। সুতরাং আমার কাছে মন হয় না প্রস্তুতিতে কোন ঘাটতি ছিল। নিউজিল্যান্ডে গত চার বছরে আমরা প্রায় ২-৩ বার এসেছি। আমরা জানতাম, কোন ধরণের বল হবে। সুতরাং কোনো অজুহাত হতে পারে না।’