My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবের অনুপস্থিতি নিয়ে কী বললেন মুমিনুল?

সাকিব আল হাসানবিহীন আরেকটি সফর শুরু হচ্ছে বাংলাদেশের। বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিববিহীন আরকেটি টেস্ট খেলতে নামবে মুমিনুলের দল। সাকিবকে ছাড়া বরারই কম্বিনেশন সাজনো কঠিন। টেস্টের আগের দিন মুমিনুল হক সেটিই আবার মনে করিয়ে দিলেন।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে দলের জন্য অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও একই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে দলে যারা আছে, তাদের সবার ভালো করার সামর্থ্য রয়েছে। আশা করি সাকিবের জায়গায় যে সুযোগ পাবেন, তিনি ভালো অবদান রাখার চেষ্টা করবেন।’

দেশের বাইরে মুমিনুলের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। দেশের মাটিতে ৫৬.৩৯ গড়ে মুমিনুলের রান ২ হাজার ৩১২। অন্যদিকে দেশের বাইরে ২২.৩০ গড়ে মুমিনুলের রান সংখ্যা ৭৩৬! ফলে শ্রীলঙ্কায় সফর শুরু হওয়ার আগে এই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে। মুমিনুলের উত্তরম একজন ক্রিকেটার হিসেবে দেশে কিংবা দেশের বাইরে সবখানেই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন তিনি, ‘অধিনায়ক হিসেবে সবসময় চাই ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে। ফিল্ডাররা শতভাগ চেষ্টা করবে। আমার ব্যাটিং পজিশন নিয়ে আমি চিন্তিত নই। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, হয়ত আপনার আশা পূরণ করতে পারব না। তখন এসব কথা হবেই। এসব কথা আমি নিতে পারি কি না এটার উপর নির্ভর করে। আমি সবসময় চেষ্টা করি, দেশে খেলি বা বিদেশে খেলি, দলের জন্য শতভাগ কন্ট্রিবিউট করার চেষ্টা করি।’

ওয়েস্ট ইন্ডিজেনর পর নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। টানা ব্যর্থতার বৃত্তে আষ্ঠে-পৃষ্ঠে থাকা বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কা সফরটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সফরটি দিয়েই কোচ , অধিনায়ক ও ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ হবে। মুমিনুল অবশ্য সেইসব কিছু ভাবছেন না, ‘আমি শ্রীলঙ্কায় এসেছি, মাঠে নামব, বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আমাদের ফিল্ডাররা ফিল্ডিং করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আমি আসলে এসব নিয়েই কনসার্ন। আপনি যেগুলা বললেন এগুলা নিয়ে কনসার্ন না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় এসব নিয়ে এত ভাবার দরকার নেই।’