My Sports App Download
500 MB Free on Subscription


'টেস্টকে বাঁচিয়ে রাখতে হবে কোহলিদের'

টেস্টকে বলা হয় ক্রিকেটের বনেদি সংস্করণ। তবে দিন যত গড়াচ্ছে, ততই যেন কমছে এর জৌলস। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে অর্থের ঝনঝনানি এবং ঝাঁকজমকপূর্ণ আবহের দিকে ছুঁটছেন খেলোয়াড়, সমর্থকসহ সবাই। একই সঙ্গে কমছে সাদা পোশাকের ক্রিকেটে দর্শক এবং ক্রিকেটারদের আগ্রহ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার মনে করেন লাল বলের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে বিরাট কোহলিদের মতো ক্রিকেটার ও দলগুলোকে। অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক এই অজি অধিনায়ক।

তিনি বলেন, 'সে (কোহলি) প্রতিদ্বন্দ্বী এবং আক্রমণাত্মক। কোহলির মতো ক্রিকেটার, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর ওপর নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভীড়ে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখা।'

সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব। টিম পেইন নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছে। তবে এখন অস্ট্রেলিয়ার নেতৃত্বে তার বিকল্প দেখেন না বোর্ডার। স্টিভেন স্মিথকে ফের অধিনায়ক করার পক্ষপাতিও নন তিনি। 

অজি এই কিংবদন্তি বলেন, 'আমাদের পেইন ছাড়া আর কেউ নেই। আমার মনে হয় না নির্বাচকরা আবার স্মিথে ফিরে যাবে। মিডিয়া সব জায়গাতেই আছে, এটা একটা রঙ্গতামাশা হবে। যা আমরা চাই না। স্মিথকে যত খুশি রান করতে দেয়া উচিত।'

ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকা প্রসঙ্গে বোর্ডার বলেন, 'আমি জৈব সুরক্ষা বলয়ে নিজেকে কল্পনাও করতে পারি না। আমি জানি না কীভাবে খেলোয়াড়রা একটা থেকে আরেকটাতে মানিয়ে নিচ্ছে। এটা কেবল শারিরীক শান্তির ব্যাপারই না, তাদের মানসিকভাবেও সমস্যার মুখোমুখি হতে হবে।'