My Sports App Download
500 MB Free on Subscription


আলাদা করে লিটন-সৌম্যকে নিয়ে ভাবছে না খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের দুই ব্যাটসম্যান লিটন দাস ও সৌম্য সরকার দূর্দান্ত ব্যাটিং করছেন। বিশেষ করে লিটনের ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে। ৯ ম্যাচে ৩৭০ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। অন্যদিকে সৌম্যর ব্যাট থেকে ১০ ম্যাচে এসেছে ২৮০ রান। শুক্রবারের ফাইনালে খুলনার বোলারদের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন লিটন-সৌম্য! খুলনার অধিনায়ক অবশ্য আলাদা করে লিটন-সৌম্যকে নিয়ে ভাবছেন না।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা কাউকে নিয়ে আলাদা ভাবে কিছু ভাবছি না। তারা খুবই ভালো দল, সবাই জানে যে সৌম্য-লিটন খুব ভালো ব্যাটিং করছে। লিটন এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওদের বোলিং অ্যাটাক ভালো। তো আমার মনে হয় যে ওদের প্রতি (লিটন-সৌম্য) ফোকাস বেশি না করে, নিজেদের খেলা খেলতে পারলেই আমাদের জন্য ভালো হবে।’

দলের সবাইকে বাড়তি দায়িত্ব পালন করে সাকিবের অভাব পূরণ করার আহবান জানিয়েছেন মাহমুদউল্লাহ, ‘সাকিব যেহেতু এখন নেই, সাকিব থাকলে অবশ্যই আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক হিসেবে কাজ করতো। কারণ আমরা সবাই জানি সাকিবের ক্যাপাবলিটি সম্পর্কে। তারপরও যেহেতু সাকিব নেই এটা আমাদের সকলের জন্য একটা দায়িত্ব। সবাইকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’