My Sports App Download
500 MB Free on Subscription


জয়ের হাফসেঞ্চুরি, চট্টগ্রাম-ঢাকা মেট্রো ম্যাচ ড্র

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের এই ম্যাচটি নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে। এই ম্যাচ থেকে বড় প্রাপ্তি যুব বিশ্বকাপজয়ী দলের দুই ক্রিকেটারের পারফরম্যান্স। আগের দিন বিশ্বকাপজয়ী দলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ঢাকা মেট্রোর হয়ে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। আজ চট্টগ্রামের হয়ে খেলা মাহমুদুল হাসান জয় খেলেছেন ৭৮ রানের ইনিংস।

বৃহস্পতিবার ৪৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল চট্টগ্রাম। আগের দিন ২০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় শেষ পর্যন্ত খেলেছেন ৭৮ রানের ইনিংস। যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডে বিপক্ষে একমাত্র সেঞ্চুরি পাওয়া মাহমুদুল সেঞ্চুরির কাছেই ছিলেন। কিন্তু দূর্ভাগ্যজনক রান আউট হয়ে ১০২ বলে ৭৮ রান করে থামেন তিনি। ৩ চার ও ৩ ছক্কায় মাহমুদুল তার ইনিংসটি সাজিয়েছেন।এছাড়া ইয়াসির আলীর ৩৯, শাহদাত হোসেন দিপুর অপরাজিত ২৮ রানের সুবাধে ৬ উইকেটে ২৩৪ রান করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। 

৩৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ঢাকা মেট্রো। নির্দষ্ট সময়ের আগেই দুই দল ড্র মেনে নিয়ে মাঠ ছাড়েন। ১১২ বলে জিয়াদুজ্জামান খান অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন। এছাড়া আমির আহমেদ ৪৭ ও শামসুর রহমানের ব্যাট থেকে আসে ২৩ রান।মেহেদী হাসান ও হাসান মুরাদ একটি করে উইকেট নিয়েছেন।এর আগে পিনাক ঘোষের সেঞ্চুরিতে (১৫৯) চট্টগ্রাম ৮ উইকেটে ৪০২ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে জিয়াদুজ্জামানের (৭১) ও শামসুর রহমানের (৬৮) জোড়া হাফসেঞ্চুরিতে ২৬৭ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো।