My Sports App Download
500 MB Free on Subscription


তামিমের কীর্তি

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। বুধবার ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ এ ৩১ রানের ইনিংস খেলার পথে ৬ হাজার রানের মাইলফলক ছাড়িয়ে যান ফরচুন বরিশালের অধিনায়ক।

৫৯৭৩ রান নিয়ে মিরপুরে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে নেমেছিলেন তামিম। ব্যাটিংয়ের শুরু থেকে ভুগতে থাকলেও পরবর্তীতে আগ্রাসন দেখান। স্পিনার রবিউল ইসলাম রবির বলে সীমানায় মুক্তার আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে ৩ চার ও ১ ছক্কা হাঁকান তামিম। শতরান স্ট্রাইক রেটে সাজান নিজের ইনিংসটি।

সব মিলিয়ে প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে তামিমের রান ৬০০৪। রানের হিসেবে তামিমের পরই আছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া সাকিবের রান ৫০১১। মুশফিকুর রহিমের রান ৪০৭৯। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ৩৯৪৩ রান।