সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের জয়ের পথ বেশ খানিকটা সুগম করে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে পর পর দুই বলে তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নিলে ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ।
তবে নুসাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপমুক্ত করেন রুল হাসান সোহান। শেষ দিকে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অপরাজিত ৪৫ ও আফিফ হোসেন ধ্রুব অপরাজিত ২৬ রান করলে দুই ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
তাতে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে হারিয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো সফরকারীরা। যা ২০১৮ সালের পর বাংলাদেশের প্রথম অ্যাওয়ে সিরিজ জয়।
সংক্ষিপ্তস্কোর-
জিম্বাবুয়ে: ২৯৮/১০ (৪৯.২ ওভার) ( চাকাভা ৮৪, মারুমানি ৮, টেলর ২৮, মেয়ার্স ৩৪, রাজা ৫৭, বার্ল ৫৯; মুস্তাফিজ ৩/৫৭, সাইফউদ্দিন ৩/৮৭, মাহমুদউল্লাহ ২/৪৫)
বাংলাদেশ: ৩০২/৫ (ওভার ৪৮) তামিম ১১২, লিটন ৩২, সাকিব ৩০, মিঠুন ৩০, সোহান ৪৫, আফিফ ২৬)