My Sports App Download
500 MB Free on Subscription


জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো সফরকারী বাংলাদেশ

সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের জয়ের পথ বেশ খানিকটা সুগম করে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে পর পর দুই বলে তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নিলে ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ।

তবে নুসাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপমুক্ত করেন রুল হাসান সোহান। শেষ দিকে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অপরাজিত ৪৫ ও আফিফ হোসেন ধ্রুব অপরাজিত ২৬ রান করলে দুই ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তাতে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে হারিয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো সফরকারীরা। যা ২০১৮ সালের পর বাংলাদেশের প্রথম অ্যাওয়ে সিরিজ জয়।

সংক্ষিপ্তস্কোর-

জিম্বাবুয়ে: ২৯৮/১০ (৪৯.২ ওভার) ( চাকাভা ৮৪, মারুমানি ৮, টেলর ২৮, মেয়ার্স ৩৪, রাজা ৫৭, বার্ল ৫৯; মুস্তাফিজ ৩/৫৭, সাইফউদ্দিন ৩/৮৭, মাহমুদউল্লাহ ২/৪৫)

বাংলাদেশ: ৩০২/৫ (ওভার ৪৮) তামিম ১১২, লিটন ৩২, সাকিব ৩০, মিঠুন ৩০, সোহান ৪৫, আফিফ ২৬)