My Sports App Download
500 MB Free on Subscription


পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে মোহাম্মদ ওয়াসিম

পাকিস্তান জাতীয় দলের হেড কোচ মিসবাহ উল হক প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দেয়ার পর দীর্ঘদিন ফাঁকা ছিল পদটি। এবার সেই পদে সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিমকে বসিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া সেলিম ইউসুফকে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে পিসিবি।

শনিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘উচ্চমানের দুজনকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং নির্বাচকের দায়িত্ব দিতে পেরে আমরা খুবই খুশি। তারা দুজনই ২০২৩ পুরুষ বিশ্বকাপ পর্যন্ত কাজ করবে। মোহাম্মদ ওয়াসিম এবং সেলিম ইউসুফ ক্রিকেটের যথাযথ জ্ঞান রাখেন, আধুনিক খেলার কঠোরতা এবং দাবিগুলো তারা বুঝতে পারেন এবং ক্রিকেট ভ্রাতৃত্ব জুড়ে তারা অত্যন্ত সম্মানিত।’

এতদিন মিসবাহ উল হককে নির্বাচনের কাজের সহায়তা করতেন। এবার দায়িত্ব পেলেন প্রধান নির্বাচক হিসেবে। আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজ দিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

৪৩ বছর বয়সি ওয়াসিম বর্তমানে তিনি নর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচের দায়িত্বি পালন করছিলেন। কায়েদ এ আজম ট্রফিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে তাঁর দল। গেল মৌসুমে টি-টোয়েন্টি কাপ জয়ের পাশাপাশি কায়েদ এ আজম ট্রফিতে রানার্স আপ হয়েছিল তারা।

পাকিস্তান দলে মিসবাহর দ্বৈত ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা ছিল অনেক। কোচ হওয়ার পাশাপাশি প্রধান নির্বাচকের ভূমিকাতেও দায়িত্ব পালন করছিলেন তিনি। গুঞ্জন ছিল, হয়তো তাকে একটি পদ ছেড়ে দিতে বলবে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও পিসিবি কিছু বলার আগেই নিজে থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দেন তিনি। বর্তমানে নিউজিল্যান্ড সফর করছে পাকিস্তান ক্রিকেট দল।

জাতীয় দলের হয়ে ১৮ টেস্ট এবং ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিসহ ৭৮৩ রান করেছিলেন। আর ২৫ ওয়ানডেতে করেছেন ৫৪৩ রান। পাকিস্তানের হয়ে খেলার পাশাপাশি নেদারল্যান্ডের হয়েও খেলছেন তিনি।