My Sports App Download
500 MB Free on Subscription


কিছুটা ভালো অনুভব করছেন সাকিব

কুঁচকিতে টান পাওয়ার পর গতকালের চেয়ে আজ কিছুটা ভালো অনুভব করছেন সাকিব আল হাসান। জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফোতো রাতে তাকে দেখবেন। ২৮ জানুয়ারি তার চোটাক্রান্ত জায়গায় স্ক্যান করা হবে। এরপর বোঝা যাবে তার চোটের ধরণ কেমন বা আদৌ তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন কি না।

আপাতত তিনি চট্টগ্রামের টিম হোটেল রেডিসন ব্লু’তে বিশ্রামে আছেন। মঙ্গলবার এখবর জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী, ‘গতকালের চেয়ে আজ কিছুটা ভালো অনুভব করছেন সাকিব। ফিজিও তাকে রাতে দেখবেন। আর ৪৮ ঘণ্টা পরে তাকে স্ক্যান করা হবে। এরপর বোঝা যাবে তার চোটের প্রকৃত অবস্থা কি? আমরা ২৮ জানুয়ারি তাকে স্ক্যান করব।’

ঘটনার সূত্রপাত গতকাল ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। বাংলাদেশের বোলিং ইনিংসের ৩০তম ওভারে বল হাতে গিয়েছিলেন সাকিব। প্রথম তিনটি বল নির্বিঘ্নেই শেষ করেছিলেন। কিন্তু বিপত্তি বাঁধল ৪র্থ বলে এসে।

উইকেটে থাকা রোভম্যান পাওয়েলকে বলটি ডেলিভারির পর নিজেই তা ফিল্ডিং করতে কিছুটা লম্বা স্টেপ নেন। কিন্তু পঞ্চম বল শেষে দেখা যায় থমকে গেছেন সাকিব এবং কুঁচকিতে হাত দিয়ে চেপে ধরে রেখেছেন এবং বসে পড়েন। ব্যথার তীব্রতায় শেষ মেষ মাঠ থেকেই বেরিয়ে যান এই টাইগার। তার পরিবর্তে ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার।ম্যাচ শেষে সাকিবকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি'র চিকিৎসকেরা।