My Sports App Download
500 MB Free on Subscription


বিরল আউটের শিকার তাইজুল

ব্যাটসম্যানের ব্যাট কিংবা পা লেগে উইকেট ভেঙে গেলে সেটাকে 'হিট উইকেট' বলা হয়। ক্রিকেট বিশ্বে এমন আউট হতে অনেক ব্যাটসম্যানকে দেখা গেলেও তাইজুল হলেন বিরল এক হিট আউটের শিকার। ক্যান্ডিতে তৃতীয় দিনে শেষ বিকালে ৮৩তম ওভারে এমন কাণ্ড ঘটেছে।  

৮৩তম ওভারে বল করছিলেন সুরঙ্গা লাকমাল। এই পেসারের ওভারের শেষ বলটি ডিফেন্ড করতে গিয়ে পা পিছলে যায় তাইজুলের। তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন! এরপরই পা থেকে জুতা খুলে গিয়ে লাগে স্টাম্পে। আর তাতেই অবিশ্বাস্য -অভিনব কায়দায় বিরল এক হিট আউট সাজঘরে ফিরতে হয়েছে বাঁহাতি এই স্পিনারকে। আউট হওয়ার আগে ৫০ বলে ৯ রানের ইনিংস খেলেন তাইজুল।

তাইজুলের এমন আউটে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে। ইমারন ফয়সাল নামেন একজন লিখেছেন, ‘বাংলাদেশি খেলোয়াড়তো, তাদের দিয়ে যে কোন কিছুই সম্ভব।’তারেক আদনান নামেন এক ভক্ত লিখেছেন, ‘সত্যিই হতাশার। এভাবে কারো জুতা খুলে যায়। অদ্ভুত এক আউটে ইতিহান হলেন তাইজুল।’শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তামিম-মুমিনুলের বিদায়ের পরই ছন্দপতন ঘটে সফরকারীদের। মাত্র ৩৭ রানে শেষ সাতটি উইকেট হারিয়ে ২৫১ রানেই থেমে যায় মুমিনুলদের ইনিংস।  

ফলোঅন এড়াতে কমপক্ষে ২৯৪ রান করতে হতো বাংলাদেশ। তারপরও লঙ্কানরা বাংলাদেশকে ফলোঅন করাননি। শেষ বিকালে কয়েক ওভার ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। সেই সাত ওভারে চালকের আসনে ছিল বাংলাদেশই। মিরাজ-মুমিনুলের ঘূর্ণিতে দুই উইকেট হারিয়ে ১৭ রানে করতেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। রবিবার ২৫৯ রান এগিয়ে থেকে চতুর্থদিন শুরু করবে স্বাগতিকরা।