My Sports App Download
500 MB Free on Subscription


‘অনুশীলন ম্যাচ দিয়েই শ্রীলঙ্কার গরম মানিয়ে নিতে হবে’

কন্ডিশনের কারনে সব সময় কঠিন পরিস্থিতিতে পড়তে হয় বাংলাদেশ দলকে। নিউজল্যিান্ডের কন্ডিশনের সঙ্গে তাল মেলাতে না পেরে সবগুলো ম্যাচেই বাজে ভাবে হারতে হয়েছে। শ্রীলঙ্কার তীব্র গরম। এই গরমের মধ্যেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের আগে ১৭ থেকে ১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই শ্রীলঙ্কার গরম মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদি সাইফ হাসান।

তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষ করে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমদিন অনুশীলন শেষে সাইফ হাসান বলেছেন, ‘আমাদের সামনের অনুশীলন ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটাই আমাদের সুযোগ এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার। এছাড়া এই ম্যাচটা খেলে আমরা উইকেট সম্পর্কেও ধারনা পাবো। সবমিলিয়ে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যতগুলো সেশন পাবো, সবগুলোই আমাদের কাজে লাগাতে হবে।’

টেস্ট স্কোয়াডে নিয়মিত সদস্য সাইফ হাসান। কিন্তু মূল একাদশে সুযোগ পাচ্ছেন না। তারপরও নিজেকে সব সময় প্রস্তুত করেই রাখছেন এই ওপেনার। জানালেন সুযোগ পেলে শতভাগ দেওয়ার কথা, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যারা বাইরে ছিলাম, তাদের ভালোই প্রস্তুতি চলছিল। এছাড়া আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। জাতীয় লিগ খেলে ভালো একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি। সবমিলিয়ে প্রস্তুতি ভালো। আশা করি সুযোগ মিললে, প্রস্তুতিগুলো এখানে কাজে দেবে।’

সাইফ আরও যোগ করে বলেছেন, ‘রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে। আমার স্কিল ও ফিটনেস ওয়াইজ প্রস্তুতি খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলিনি। জাতীয় দলের সঙ্গে যতদিন ছিলাম, ভালো অনুশীলন সেশন ছিল ব্যাটিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ। অল ওভার আমার মনে হয়, প্রিপারেশন খুব ভালো। কনফিডেন্সও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’