My Sports App Download
500 MB Free on Subscription


ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দলে নতুন মুখ হাসান

ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের জন্য বিসিবি শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ।

১৮ জনের দলে একমাত্র নতুন মুখ হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় হাসানের। নিজের প্রথম ম্যাচেই আলো ছাড়িয়েছেন এই পেসার। ২৮ রানে তিন উইকেট নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন হাসান।প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া হাসান ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ১৪ ম্যাচে তার শিকার ৩৪ উইকেট।

এদিকে শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলন সাকিব। অবশেষে শঙ্কামুক্ত সাকিব। টেস্ট দলে তাকে রেখেছেন নির্বাচকরা। সাকিব সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে ১৫ মাস বিরতির পর আগামী ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতেই পাঁচ দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে প্রত্যাবর্তন রাঙিয়ে পান সিরিজ সেরার পুরস্কার।চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে দুই দল টেস্টের প্রস্তুতি নিচ্ছে। ক্যারিবয়ীরা এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশের বিপক্ষে।

বাংলাদেশ দল: মুমিনুল হক অধিনায়ক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।