My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে তামিমরা। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের সামনে যখন ইতিহাস সৃষ্টির সুযোগ। তখন ম্যাচটিতে মাঠে না গড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ম্যাচ চলার সময় ঝরতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। তারপরও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত কিংবা কার্টেল ওভারে গড়াতে পারে। বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই সিরিজ হেরেছে। বাকি দুটি সিরিজ বৃষ্টির কারনে ড্র হয়েছে। শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ সালে ও ২০১৭ সালে দুই সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছিল। কিন্তু বৃষ্টির কারনে একটি ম্যাচ পরিত্যাক্ত হলে সিরিজ দুটি ড্র হয়। ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। মাশরাফির অবর্তমানে দলকে নেতৃত্ব দেন তামিম। ওই সফরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই বছরের ব্যবধানে তামিম দলের নিয়মিত অধিনায়ক। এবার ঘরের মাঠে হয়তো পুরনো হারের বদলা নেবে তামিম!

গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বাংলাদেশে দল বিশ্রামে কাটিয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচটিতে হেরে শ্রীলঙ্কা নিজেদের ভুলগুলো শুধারাতে মিরপুরে অনুশীলন চালিয়েছে। মঙ্গলবারের ম্যাচটি জিততে হলে আগের ম্যাচের মতোই দল হিসেবে খেলতে হবে।প্রথম ম্যাচে ৩৩ রানের জয়টি এসেছিল দলের সিনিয়র ক্রিকেটার মুশফিক-তামিম- মাহমুদউল্লাহদের অবদানে। এই ম্যাচে জুনিয়রদের ওপর দায়িত্ব পড়লে তাদেরও নিজেদের কাজটা ঠিকমতো করতে হবে। তরুণরা তাদের কাজটা ঠিকমতো করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ চলে আসবে বাংলাদেশের। যদিও বোলিংয়ে তরুণ মোস্তাফিজ, সাইফউদ্দিন ও মিরাজরা সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। প্রথম ম্যাচের মতো তাদের আবার বাড়তি দায়িত্ব নিতে হবে।  আজকের ম্যাচে আগের একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি।

প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছেন লিটন দাস। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হয়তো শেষ সুযোগ পেতে যাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত লিটনকে একাদশের বাইরে রাখলে, সুযোগ হতে পারে সৌম্য সরকারের। তবে উইনিং কম্বিনেশন রেখে দিলে হয়তো আরও একবার সুযোগ পেতে পারেন লিটন।  এদিকে বাংলাদেশকে আটকানোর পরিকল্পনায় বেশ শক্তিশালী পরিবর্তন আনতে পারে লঙ্কানরা। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরাতে বাড়তি অনুশীলন করেছে সফরকারীরা। লঙ্কান একাদশেও বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা লঙ্কানদের বিপক্ষে দীর্ঘ সময়ের আক্ষেপ ঘুচাবে বাংলাদেশ। ৮টি সিরিজে যে অর্জন হয়নি, নবম সিরিজে এসে সেটি পাবে বাংলাদেশ!