My Sports App Download
500 MB Free on Subscription


বল হাতেও অবদান রাখতে চান সৌম্য

দীর্ঘদিন ধরে ব্যাটে রান পাচ্ছেন না সৌম্য সরকার। অফ ফর্ম অব্যাহত ছিল বেশ কিছুদিন আগে শেষ হওয়া প্রেসিডেন্টস কাপেও। তবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের হয়ে অবদান রাখতে চান জাতীয় দলের এই ওপেনার।

পাঁচটি দল নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২৪ নভেম্বর। যেখানে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলবেন সৌম্য। বেশ কিছুদিন ধরে অফ ফর্মে থাকলেও আসন্ন এই টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে চান তিনি।

জাতীয় দল কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায়শই তাকে মিডিয়াম পেস বোলিং করতে দেখা যায়। যেহেতু বোলিং করতে পারেন তাই সুযোগ পেলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে চান দলের সাফল্যে।

এ প্রসঙ্গে সৌম্য বলেন, ‘যেহেতু এখন বল করি অবশ্যই বলটাও করব ব্যাটিংয়ের পাশাপাশি। না অবশ্যই, যে কোনো টুর্নামেন্টেই তো একটা লক্ষ্য থাকে। তো আমার নিজেরও একটা লক্ষ্য আছে। তো চেষ্টা করব যে ওই লক্ষ্যটা ফুলফিল করার এবং দল হিসেবেও আমাদের এবছর অনেক ভালো হয়েছে। যদি এখন আমি বোলিংও করি, বোলিং যখনই করব চেষ্টা করব বোলিং পারফরম্যান্সেও যেন ওইভাবে নিজের পারফর্মটা বোলিংয়ের উপরও... পাশাপাশি ব্যাটিং তো আছেই। মূলত আমি ব্যাটিং করি।’

সৌম্য ছাড়াও চট্টগ্রামের হয়ে খেলবেন মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস এবং মোহাম্মদ মিঠুনের মতো ক্রিকেটাররা। আসন্ন এই টুর্নামেন্টে দল নিয়ে সন্তুষ্ট বাঁহাতি এই ওপেনার। সেই সঙ্গে প্রেসিডেন্টস কাপের হতাশা কাটিয়ে এবারের টুর্নামেন্টে ভালো করতে চান তিনি।

সৌম্য বলেন, ‘নতুন টুর্নামেন্ট তো ভালো করার চেষ্টা করব এবং আমাদের এবছর যে টিমটা হয়েছে অবশ্যই অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। সবদিক দিয়েই ভালো, আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে। না প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স ভালো ছিল না। তো অবশ্যই এবার চেষ্টা করব যে ওইটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা অনেক ভালো কাটাতে পারি।’

টুর্নামেন্ট শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। সে না থাকায় দলের ভারসাম্যে কোন সমস্যা হবে বলে জনিয়েছেন সৌম্য। এ ছাড়া জয় যেহেতু শুরু থেকেই খেলতে পারছেন না তাই দলের কম্বিনেশন নিয়ে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না আমরা, আসলে অনুশীলন শুরু হওয়ার পরে এটা মনে হতো তাহলে একটা কথা ছিল যে আমরা শুরুতেই তাকে পাইনি। তো ওইভাবেই এখন গোছানো হচ্ছে বাকি যারা আছে তাদেরকে নিয়ে। এমন না তো যে একটা ম্যাচ খেলার পর কোভিড টেস্টে ধরা পড়ছে, তখন একটা ব্যালেন্সের সমস্যা হতো। যেহেতু শুরু থেকেই ছিল না তো নতুনভাবে তৈরি করছে বা ওইভাবেই হবে আরকি।’