My Sports App Download
500 MB Free on Subscription


রানে ফিরতে মরিয়া সাকিব

দীর্ঘ এক বছর নির্বাসন কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। জেমকন খুলনার হয়ে ইতিমধ্যে ৭টি ম্যাচ খেললেও অলরাউন্ডার সাকিবকে খুঁজে পায়নি তাঁর ভক্ত-সমর্থকরা। টুর্নামেন্টের সবচেয়ে কিপটে বোলিং করে বল হাতে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে একদম ব্যর্থ সাকিব।

৭ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন মাত্র ৭৪ রান। যেখানে তাঁর সর্বোচ্চ রান ১৫। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সব জায়গায় ব্যাটিংয়ে নেমেছেন কিন্তু ব্যাট হাঁতে সফলতা পাননি কোথাও। তবুও থেমে নেই সাকিবের রানে ফেরার চেষ্টা। খারাপ সময় কাটিয়ে শুধু রানই করে যেতে চান তিনি। এমনটাই জানিয়েছেন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল।

সাংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'যদি ব্যাটিং বলেন এখন পর্যন্ত সাকিব তাঁর ব্যাটিংটা করতে পারছে না। চেষ্টা করছে কোন সন্দেহ নেই। আমি কাছ থেকে দেখছি ও অনেক চেষ্টা করছে। খেলোয়াড়দের এরকম সময় আসে। যে অনেক কিছু করতে চায় । কিন্তু সাকিব অনেক কিছু করতে চাচ্ছেনা ও শুধু রানই করতে চাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে হয়তো সে কিছুটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।'

গতকাল (৮ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে খুলনা। তারকা সমৃদ্ধ দল নিয়েও আগে ব্যাটিং করে মাত্র ১৫৭ রান সংগ্রহ করে দলটি। যদিও বোলারদের কৃতিত্বে শেষ ওভারের নাটকিয়তায় ম্যাচ জিতে যায় চট্টগ্রাম। তাই বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে আরো উন্নতির প্রয়োজন অনুভব করছেন মিজানুর রহমান। পরে বোলারদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি।

এ প্রসঙ্গে মিজানুর বলেন, 'কালকের ম্যাচে ব্যাটিংটা আরেকটু ভালো করতে হত। এর আগের ম্যাচে অনেক রান হইছে। হয়তো ১৭০-৮০ হইলে আমরা আরামে জিততে পারতাম। কিন্তু ওই উইকেটে এত কম রানের মধ্যেও আমাদের ছেলেরা জেতার জন্য ভালো লড়াই করছে। শেষ ওভারে হেরে গেছি আমরা কিন্তু দলটা খুব ভালো ছিলো। দলের সামর্থ্যও খুব ভালো ছিলো কিন্তু আমরা জিততে পারি নাই।'

'বোলিং টা নিয়ে চিন্তিত না আমি, ব্যাটিং টা নিয়েই চিন্তিত। বোলিং তো বললাম আপনাদের খুব ভালো উইকেটের মধ্যেও যে আমরা ১৫০ ডিফেন্ড করার চেষ্টা করেছি। এই রানেও যে আমরা শেষ বল পর্যন্ত খেলায় ছিলাম। এটা বোলারদেরই কৃতিত্ব বলবো আমি।'