আগের দিন শেষ বিকেলে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম। তৃতীয় দিন সেই স্বপ্ন অব্যাহত রেখেই ব্যাটিংয়ে নামেন এই দুজন।
যদিও দিনের শুরুটা আশাব্যঞ্জক হয়নি বাংলাদেশের জন্য। দলীয় ১০৫ রানে ফিরে গেছেন জয়। কাগিসো রাবাদার দারুণ এক ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন এই ওপেনার। ফেরার আগে করেন ৯২ বলে ৪০ রান।
সেই ওভারে মুশফিকুর রহিমকেও ফেরান রাবাদা। দারুণ এক ডেলিভারিতে মুশফিককে বোকা বানান সাউথ আফ্রিকার এই পেসার। ইনসাইড এজ হওয়ার আগে মুশফিক করেন ৩৯ বলে ৩৩ রান। ১০৬ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
একটু পর লিটন দাসকে বিদায় করে সাউথ আফ্রিকা। কেশভ মহারাজের নিচু হওয়া বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক কাইল ভেরাইনার গ্লাভসে চলে যায়। শুরুতে অবশ্য আউট দেননি আম্পায়ার। এইডেন মার্করাম রিভিউ নিলে ফিরে যেতে হয় ১৫ বলে সাত রান করা লিটনকে। ১১২ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।