My Sports App Download
500 MB Free on Subscription


৫৪১ রানের পাহাড় গড়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচের তৃতীয় দিনে ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছেন মুমিনুল হক।

৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাট করে অর্ধশত তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস। লিটন ৫০ রান করে আউট হয়ে গেলেও ৬৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।

টেস্টে ক্রিকেটে এটি বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তর ইনিংস। এই রান-পাহাড় গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নাজমুল হোসেন শান্তর। তিনে নেমে তিনি খেলেছেন ক্যারিয়ার-সেরা ১৬৩ রানের ইনিংস। শতক হাঁকিয়েছেন মুমিনুলও। ১২৭ রানের ইনিংস খেলে বিদেশের মাটিতে শতক করার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে টাইগারদের দুর্দান্ত সূচনাটা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। ১০১ বলে ৯০ রান করে সাজঘরে ফিরেন তিনি। এই টেস্টে সাইফ হাসান (০) ছাড়া সবাই বড় রানের দেখা পেয়েছেন।