অবিশ্বাস্য, বিস্ময়কর এক ওভার করলেন কামরুল ইসলাম। মিরপুরে ছক্কা বৃষ্টির ম্যাচে, ইনিংসের শেষ ওভারে নিজের কারিশমা দেখান এই পেসার। কুড়ি ওভারের ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। হ্যাটট্রিক করার মিশনে তিনি নিয়েছেন নুরুল হাসান, নাজমুল হোসেন ও ফরহাদ রেজার উইকেট।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটসম্যানদের তোপের মুখে পড়েন চট্টগ্রামের বোলাররা। নাজমুল-আনিসুলের ব্যাটের সামনে দিশেহারা হয়ে পড়েন বোলাররা। এমন একটি ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক পূর্ণ করে আলোচনায় জাতীয় দলের পেসার কামরুল ইসলাম। ২০ তম ওভারের প্রথম বলেই ৯ বলে ১২ রান করা নুরুলকে ফেরান তিনি। লংঅফে সাইফ হাসানের হাতে তালুবন্দী হন উইকেট কিপার এই ব্যাটসম্যান।
পরের বলে ফিরে যান সেঞ্চুরিয়ান নাজমুল। কভারে খেলতে গিয়ে ক্যাচ দেন বরিশালের অধিনায়কের হাতে। নাজমুলের হ্যাটট্রিক শিকার ফরহাদ রেজা। নুরুল হাসানের মতো লংঅফে খেলতে গিয়েছিলেন ফরহাদ। সেখানে দাঁড়ানো সাইফ হাসানকে ফাঁকি দিতে পারেনি তিনি। ফলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয়েছে এই অলরাউন্ডারকে।
ফরহাদের উইকেট তুলে নিতেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন কামরুল। বিপিএলে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন আল আমিন হোসেন। ২০১৩ সালে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আল আমিন। পরের হ্যাটট্রিকটিও ছিল তার দখলে। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন এই পেসার। বাংলাদেশি বোলারদের ক্ষেত্রে দুইবার হ্যাটট্রিক করার কৃতিত্ব আছে কেবল আল আমিন হোসেনের।
বাংলাদেশিদের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন আলিস ইসলাম। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই স্পিনার ২০১৯ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন। এরপর তৃতীয়বারের মতো কীর্তি গড়েন মানিক খান। ২০১৯ সালে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে মানিক খান এই কীর্তি গড়েন। কুড়ি ওভারের ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে মঙ্গলবার হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম।