My Sports App Download
500 MB Free on Subscription


আপাতত সূচী অনুযায়িই নারী দলের সিরিজ চলবে!

পাঁচটি ওয়ানডে খেলতে গত ২৮ মার্চ বাংলাদেশে সফরে এসেছেন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। ঢাকায় নেমে সিলেটে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করেছিলেন। রবিবার থেকে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে সিরিজ খেলার কথা ছিলো প্রোটিয়া নারী দলের। কিন্তু হুট করে লকডাউনের ঘোষণা দেওয়ায় শঙ্কা তৈরি হয়েছে সিরিজটি ঘিরে। যদিও নারী দলের ম্যানেজরা তৌহিদ মাহমুদ জানিয়েছেন সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত সূচী অনুযায়ি ম্যাচ গুলো চলবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত সিরিজ চলবে। যে পরিবেশের মধ্যে দলগুলো আছে, দর্শক অ্যালাউ করছি না। বাইরের কাউকেই আমরা অ্যালাউ করছি না। প্রত্যেকেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছেন। কালকে (রবিবার) আমাদের প্রথম ম্যাচ। সরকারি কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের সিরিজ চলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বার্তা হচ্ছে সিরিজ চলবে। ’

২৮ মার্চ করোনা পরীক্ষা করিয়ে সিলেটের রোজ ভিউ হোটেলে প্রোটিয়া নারী দলকে উঠানো হয়। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে গত ১ এপ্রিল থেকে মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছেন তারা। সূচী অনুযায়ি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে খেলবেন সফরকারীরা।