My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড এইচপি দল

ফেব্রুয়ারিতে বাংলাদেশে সফরে আসছে আয়ারল্যান্ড হাই পারফর্মেন্স (এইচপি) ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশে। আগামী ১০ জানুয়ারি দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশে থাকা অবস্থায় আইরিশ এইচপি দল বাংলাদেশ সফর করবে। তারা বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিটের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলবে। দুই দেশের আলোচনার ভিত্তিতে আয়ারল্যান্ডের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি।

সফরটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও আমরা এইচপি কর্যক্রম চালিয়ে যাচ্ছি। কয়েকদিন আগেই এর প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে। আগামীতে দলটিকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। যার কাজ এখন চলমান। ওই কর্যক্রমের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সফর সূচি। আমরা ওই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি।’