My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবদের কোচ হচ্ছেন অপি

১৯৯৯ সালে অপির ব্যাট থেকে আসে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের ইনিংসটি আজও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের পাতায় জ্বলজ্বলে এক অধ্যায়। সেই মেহরাব হোসেন অপিকে প্রথমবারের মতো মোহামেডানের হয়ে কোচিং করাতে দেখা যাবে। দলটির নিয়মিত কোচ সোহেল ইসলামের অনুপস্থিতিতে মতিঝিল পাড়ার ক্লাবটির দায়িত্ব পেয়েছেন অপি। ক্লাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের জন্য কোচিং পেশা নতুন নয়। তবে প্রিমিয়ার লিগে এবারই প্রথমবার দায়িত্ব পালন করছেন। এর আগে একাধিক বয়সভিত্তিক ও প্রথম শ্রেণির ক্রিকেটের দল ঢাকা মেট্রোকে কোচিং করিয়েছেন অপি। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ মে থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে সাকিবদের কোচিং করতে দেখা যাবে অপিকে।

গত বছরের মার্চে প্রথম রাউন্ড শেষেই ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব বাঁধা পেরিয়ে ফরম্যাট বদলে দীর্ঘ বিরতির পর আগামী ৩১ মে থেকে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এবার ৫০ ওভারের বদলে কুড়ি ওভারের ফরম্যাটে লিগটি মাঠে গড়াচ্ছে। গত লিগে খেলোয়াড় দলবদল হয়েছিল খেলোয়াড় ও ক্লাবগুলোর আগ্রহের ভিত্তিতে।  

তবে নিষেধাজ্ঞার কারনে ক্রিকেটের বাইরে থাকা সাকিবের এবার সুযোগ হয়েছে প্রিমিয়ার লিগ খেলার। মোহামেডানের জার্সিতে দেখা যাবে সাকিবকে। ইতিমধ্যে সাদা-কালো শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সাকিব। পাশাপাশি বিসিবি থেকেও সবুজ সঙ্কেত পেয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন এমনটাই জানালেন।

১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর জন্ম নেন অপি। ১৯৯৮ সালের ১৪ই মে ভারতের সাথে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই ডানহাতি ওপেনারের। ১৮ টি ওয়ানডে ২৪.৯৪ গড়ে ১টি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে তার রান মোট ৪৪৯। ৯টি টেস্টে ১৩.৩৮ গড়ে তার রান ২৪১।