My Sports App Download
500 MB Free on Subscription


বক্সিং ডে টেস্টেও নেই ওয়ার্নার

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টেও খেলা হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। প্রত্যাশা অনুযায়ী সেরে না ওঠায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ওপেনার।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী এই ব্যাটসম্যান। এর ফলে তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এমনকি অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টও খেলা হয়নি তাঁর।

গেল কয়েকদিনের ঘটনায় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না ওয়ার্নারের। যদিও এই সময়টায় অভিজ্ঞ এই ব্যাটসম্যানের খেলা না খেলা নিয়ে কোনো তথ্য দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অবশেষে বুধবার (২৩ ডিসেম্বর) তাঁর না খেলার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

তাঁর সঙ্গী শেন অ্যাবট অবশ্য প্রত্যাশানুযায়ী চোট থেকে সেরে ওঠেছেন। যদিও তাঁর এখনই দলের সঙ্গে যোগ দেয়া হচ্ছে না। কারণ সিডনিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তাদেরকে মেলবোর্নে সরিয়ে আনা হয়েছে। কোয়ারেন্টাইনের নিয়ম অনুযায়ী তারা আগামী ৩০ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন।

এর ফলে তৃতীয় টেস্টে খেলতে তাদের দুই জনের কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে আগামী বছরের ৭ জানুয়ারী শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। যদিও গেল কয়েকদিনে শঙ্কা জেগেছিল ম্যাচটি স্থগিত হওয়ার।

এছাড়াও অভিষেকের অপেক্ষায় থাকা উইল পুকোভস্কি মাথার চোট থেকে সেরে উঠতে না পারায় আবারো জো বার্নস এবং ম্যাথু ওয়েডকে দ্বিতীয় টেস্টে ইনিংস শুরু করতে দেখা যাবে।