My Sports App Download
500 MB Free on Subscription


সিরিজ জয়ের দিনে তামিমের ৩ মাইলফলক

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে ৭৬ বলে ৫০ রান করেছেন তামিম ইকবাল। এ ছাড়া সিরিজ জয়ের দিনে ৩টি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ম্যাচ খেলতে নামার সঙ্গে সঙ্গে এদিন নতুন এক মাইলফলক স্পর্শ করেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি দেশের মাটিতে শততম ওয়ানডে ম্যাচ। চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে শততম ওয়ানডে ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন তিনি।

এর আগে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে শততম ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এবং মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। সবচেয়ে বেশি ১১২ ম্যাচে খেলেছেন মুশফিকুর রহিম আর ১০৩ ম্যাচ খেলেছেন মাশরাফি।

এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সময় আরও দুইটি মাইলফলক স্পর্শ করেছেন তামিম। দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে কাইল মায়ার্সের বল মিড অনে ফ্লিক করে এক ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান করা ব্যাটসম্যান হিসেবে সাকিবকে স্পর্শ করেন তামিম। এরপর আলজারি জোসেফের বলে এক রান নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান তামিম।

৪১৯৯ রান নিয়ে তালিকায় সবার উপরে রয়েছেন তামিম। বাঁহাতি এই ব্যাটসম্যান সবগুলো রানই করেছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তালিকার দুইয়ে রয়েছেন ৪১৯৫ রান করা সাকিব। ৩৯৫১ রান নিয়ে তিনে মুশফিক।

এদিন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান ও ২১তম ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। এই রেকর্ডে তামিমকে ছুঁয়ে ফেলার অপেক্ষায় রয়েছেন মুশফিক।