My Sports App Download
500 MB Free on Subscription


তামিম-সাকিবের জুটির ২ হাজার

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন সাকিব-তামিম। ৩৮ রান তুলতে বাংলাদেশ হারায় লিটন ও শান্তর উইকেট। এরপর দুই বাঁহাতি ব্যাটসম্যান দলকে বিপদ থেকে উদ্ধার করে স্বস্তির পরশ এনে দেন। দারুণ ব্যাটিং ধারাবাহিকতায় সাকিব ও তামিম যোগ করেন ৯৩ রান। এ জুটি গড়ার পথে দুইজনের জুটির রান দুই সহস্র পেরিয়েছে।

সব মিলিয়ে ৪৪ ইনিংসে ২০৮১ রান করেছেন দুইজন। ব্যাটিং গড় ৪৮.৩৯। রয়েছে ৩টি শতরানের ও ১৭টি হাফ সেঞ্চুরির জুটি।ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় জুটির রান দুই সহস্র রান পেরিয়েছে। ৩১১৯ রান করে সবার ওপরে রয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ২১৪৪ রান তুলেছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

তামিম ও সাকিব জুটির সর্বোচ্চ রান ২০৭। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে এ রান করেছিলেন। এছাড়া ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ ও ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১০৬ রান করেছিলেন।