My Sports App Download
500 MB Free on Subscription


টি-টোয়েন্টিতে তারকা নয় ভালো খেলাই জয়ের মূলমন্ত্র: মুক্তার

শিরোপা জয়ের স্বপ্নে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করেছিলো বেক্সিমকো ঢাকা। কিন্তু শুরুর তিন ম্যাচ হেরে সেই স্বপ্ন বাধাগ্রস্থ হয় তাদের। কিন্তু পরবর্তী তিন ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তাদের প্লে-অফের পথ সুগম করতে পরবর্তী বাঁধা তারকাবহুল জেমকন খুলনা। কিন্তু ঢাকার অলরাউন্ডার মুক্তার আলীর মতে, তারকারা নন বরং টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করতে ভালো খেলা প্রয়োজন।

মিনিস্টার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের জয় টুর্নামেন্টকে জমিয়ে তুলেছে। কাগজে কলমে গাজী গ্রুপ চট্টগ্রাম বাদে অন্য কোন দল এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। ৬ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান তিনে। আগামীকাল (১০ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ খুলনা। গত ম্যাচে তারকাবহুল দল নিয়েও চট্টগ্রামের বিপক্ষে হেরেছে মহামুদউল্লাহ রিয়াদের দল।

কিন্তু ঢাকার অলরাউন্ডার মুক্তার প্রতিপক্ষের তারকাদের দিকে মনোযোগ দিচ্ছেন না। ভালো খেললে জয় তাদের দিকেই আসবে বলেই মত তাঁর। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে ঢাকার কোচ খালেদ মাহামুদ সুজন। তাই খুলনার বিপক্ষে জয় পেতে বেশ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মুক্তার বলেন, 'আসলে তারকা দিয়ে যদি খেলা হইতো গত ম্যাচটা উনারা জিততেই পারতো। আসলে টি-টোয়েন্টি ম্যাচে যে ভালো খেলবে সেই জিতবে আমার কাছে মনে হয়। আমরা এখন খুবই আত্মবিশ্বাসী। কারণ আমাদের অধিনায়ক মুশফিক ভাই অনেক অভিজ্ঞ। তিনি আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন । আমাদের কোচ সুজন ভাই তো সব মিলিয়ে আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো। আমরা আশাবাদী কালকের ম্যাচটা ইনশাল্লাহ আমাদের ভালো হবে।'

টুর্নামেন্টে আশানুরূপ ফল পায়নি ঢাকা। মাঝপথে তিন ম্যাচ জিতে প্লে অফে দৌড়ে এখনো টিকে আছে দলটি। আগামী ম্যাচে হেরে গেলে প্লে অফ খেলতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের অবশ্যই জিততে হবে। নয়তো বাকি দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতে তাদের। কিন্তু এমন সমীকরণের সামনে দাঁড়াতে নারাজ মুক্তার। একারণে খুলনার বিপক্ষের ম্যাচকেই মূল ম্যাচ ধরে প্রস্তুতি সারছে মুশফিক বাহিনী।

এ প্রসঙ্গে মুক্তার আরো বলেন,'আল্লাহর রহমতে আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। কারন প্রথমে আমরা তিনটা ম্যাচ হেরে গিয়েছিলাম এরপরে পরপর তিনটি ম্যাচ জিতেছি। এখন আমাদের আত্নবিশ্বাসের পারদ উপরের দিকে আছে। আমাদের কালকের ম্যাচটি মূল ম্যাচ। কাল জিততে পারলে অনেকটা এগিয়ে যাবো প্লে অফের পথে। তারপর আমাদের টার্গেট লাস্ট ম্যাচ।দলগত ভাবে আমাদের সবাই মোটামুটি ভালো একটা অবস্থানে আসছে। বোলাররা ব্যাটসম্যানরা সবাই ভালো ফর্মে আসছে।আল্লাহর রহমতে ভালো আত্মবিশ্বাসী আছি আমরা।'