My Sports App Download
500 MB Free on Subscription


শামি-যাদবদের সামলানো কঠিন, দাবি মুমিনুলের

গেল কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়ে আসছেন ভারতীয় পেসাররা। একটা সময় ভারতীয় দল ব্যাটিং নির্ভর থাকলেও বর্তমান সময়ে দুই বিভাগই নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গোলাপি বলের টেস্টে ভারতের পেস অ্যাটাক সামলানো কঠিন বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলে বাংলাদেশ। প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলতে নেমে ভারতীয় পেসারদের গতি আর সুইংয়ের সঙ্গে পেরে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ১৯৫ রান।

দুই ইনিংস মিলিয়ে কোন রানই করতে পারেননি মুমিনুল। মুমিনুল রান না পেলেও রান পেয়েছিলেন মুশফিকুর রহমান। আনন্দবাজারের সঙ্গে আলাপকালে বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক জানিয়েছেন, গোলাপি বলে রাতের বেলা ব্যাট করা খুবই কঠিন। সেই সঙ্গে বিপক্ষ দলে যদি উমেশ-শামিদের মতো বোলার থাকে তাহলে তো অস্বাভাবিক হয়ে যায়।

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘গোলাপি বলে রাতে ব্যাট করা প্রচণ্ড কঠিন। বিপক্ষে যদি উমেশ, শামির মতো বোলার থাকে তা হলে অস্বাভাবিক হয়ে যায়। ইডেনে আমি বেশিক্ষণ টিকতে পারিনি। সুইং ও গতিতে খেই হারিয়ে ফেলি। তবে মুশফিক ভাই (মুশফিকুর রহিম) রান পেয়েছিল। ওর অভিজ্ঞতা জানতে চাওয়ায় সে বলেছিল, শুরুর দিকে বল সুইং করে ঠিকই। ৩৫ ওভারের পর থেকে সাদা বলের মতোই আচরণ করে। সেই সময়টা প্রচুর রান ওঠে ।’

গোলাপি বলে দিনের বেলা ব্যাট করার থেকে রাতের বেলা ব্যাট করা কঠিন বলে জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যারা রাতে ব্যাট করে তাদেরকে সমস্যার মুখে পড়তে হয়। গোধুলি বেলার বল দেখতেও সমস্যা। যে কারণে স্লিপে ফিল্ডিং করাটা কঠিন হয়ে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের জন্য।

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘রাতে যদি কোনও দল ব্যাট করে, তাদের সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি। গোধূলি হওয়ার সময় বল ঠিক মতো দেখা যায় না। স্লিপে ফিল্ডিং করাও কঠিন হয়ে যায়।’