My Sports App Download
500 MB Free on Subscription


পুরোনো অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিরাজ

করোনার প্রকোপ শুরুর আগে নিজের চেনা ছন্দে ছিলেন না মেহেদি হাসান মিরাজ। ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে, সব জায়গাতেই বাজে সময় পার করছিলেন এই অলরাউন্ডার। যদিও করোনাকালীন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে একেবারে খারাপ সময় পার করেননি তিনি।

তারপরও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ফিরে পেতে মুখিয়ে আছেন তিনি। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলের পারফরম্যান্সেও মনোযোগ তাঁর। যেখানে ফিরে পাওয়ার রসদ হিসেবে ক্যারিবিয়ানদের বিপক্ষে পুরোনো অভিজ্ঞতাকে পুঁজি করছেন মিরাজ। ঘরের মাঠে খেলা হওয়ায় বড় সুবিধা দেখছেন তিনি।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘দেখেন যে লাস্ট ৩/৪ টা আন্তর্জাতিক ম্যাচে কিন্তু আমি ওই রকম ভালো করতে পারিনি, দেশের মাটিতে, দেশের বাইরের মাটিতে যে কয়টা ম্যাচ খেলেছি। কিন্তু আমার জন্য আলাদা একটা সুবিধা থাকবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে এবং এর আগেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমি ভালো করেছি। আরও দেশের মাটিতে খেলা, টেস্ট-ওয়ানডে দুটোই। আর আমার অবশ্যই ভালো ফিলিংস থাকবে যে এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে ফিরে পাওয়ার ভালো একটা সুযোগ পাব। এটাই চেষ্টা করব যে নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য, দিনশেষে দলও যেন ভালো রেজাল্ট করে।’

করোনার কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকায় বেশ হতাশ ছিলেন তিনি। তবে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারছেন বলে খুশি ক্রিকেটাররা। সবার মতো ব্যক্তিগতভাবে মিরাজও বেশ খুশি। বর্তমানে বাংলাদেশ ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সামনের সিরিজে দল হিসেবে ভালো করতে বেশ আশাবাদী এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মিরাজের ভাষ্য, ‘আমার কাছে খুব ভালো লাগছে যে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সবচেয়ে বড় কথা যে আমরা একটা সিচুয়েশন পার করছি। গত এক বছর এবং আমরা হতাশ ছিলাম সবাই যে কিভাবে কি করব না করব। অনুশীলনও ওরকম ভালোভাবে করতে পারছিলাম না, যতটুকু আমরা চেষ্টা করতেছিলাম। কিন্তু এক বছর পর খেলা শুরু হচ্ছে এটা আমাদের প্রত্যেকে অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি। সবচেয়ে ভালো কথা যেটা আমরা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছি এবং ভালো একটু অনুশীলন সেশন হচ্ছে। চারদিন আমরা ভালো একটু অনুশীলন সেশন পার করেছি।’

‘হ্যাঁ, আমরা অনেকদিন পর এক সঙ্গে হয়েছি এবং বিশেষ করে আমাদের সবাই অনেক উৎফুল্ল আছে খেলার জন্য। সাকিব ভাইও দলে ফিরেছে , হয়তো এক বছর খেলার বাইরে ছিল। কিন্তু আমাদের জন্য একটু ভালো দিক ছিল যে করোনার ভেতর খেলা হয়নি। এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো দিক ছিল। আমি মনে করি যে আমাদের দল ভালো একটা অবস্থায় আছে এবং আমরা যে অনুশীলন করছি, অবশ্য আমরা ইনশাআল্লাহ সামনে যে সিরিজ আছে অবশ্যই আমরা খুব ভালো করতে পারব; তিনি আরও যোগ করেন।’