My Sports App Download
500 MB Free on Subscription


তাইজুল-সানজামুলের ঘূর্ণিজাদুতে চারসেশনেই ম্যাচ জয়

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর দুই স্পিনার সানজামুল ও তাইজুলের ঘূর্ণি জাদুতে চার সেশনেই বরিশালের বিপক্ষে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে চট্টগ্রামের দেওয়া ৪০২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২৭০ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।

বিকেএসপিতে মুখোমুখি হয়েছে বরিশাল ও রাজশাহী। এই ম্যাচটি মাত্র চার সেশসেনই ইনিংস ও ৯ রানের ব্যবধানে জিতে নিয়েছে রাজশাহী। আগে ব্যাটিং করে বরিশালকে ৮২ রানে অলআউট হয়। ১৫১ রান তুলেছিল রাজশাহী তাদের প্রথম ইনিংসে। মাত্র ৬৯ রানের লিডই জয়ের ভিত গড়ে দিয়েছে রাজশাহীর।  মঙ্গলবার ১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশাল ৩৪ ওভার খেলে ৬০ রানে গুটিয়ে যায়। মইনুল ইসলাম ২৮ ও কামরুল ইসলাম রাব্বি করেন ১৪ রান। বাকিদের কেউ দুইঅঙ্ক স্পর্শ করতে পারেননি। 

দুই ইনিংস মিলে বরিশালের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দিতে ভূমিকা রেখেছেন তাইজুল ও সানজামুল। সানজামুল প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠবার ম্যাচে ১০ উইকেট শিকার হল তার। তাইজুল দুই ইনিংসে ৮ উইকেট নিলেও ব্যাট হাতে ৩৭ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন। তার ওই ইনিংসের উপর ভর করেই ৬৯ রানের লিড নিয়েছিল রাজশাহী। তাইজুলের এমন অলরাউন্ডস পারফম্যান্সের কারনে ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন তিনি।

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ১৩৭ রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা পিনাক ঘোষ। শেষ পর্যন্ত ১৫৯ রান করে থামেন এই তরুণ। ৩০২ বলে ১৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া শাহদাত হোসেন দিপু (৫৩), ইয়াসির আলী (৪৯) রান করেছেন। সবমিলিয়ে ৮ উইকেটে ৪০২ রান করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম।

ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে আরাফাত সানি সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া শহিদুল ইসলাম দুটি এবং আবু হায়দার, মানিক খান ও আল আমিন জুনিয়র একটি করে উইকেট নিয়েছেন।ঢাকা মেট্রো অবশ্য ব্যাটিং নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় উইকেটে জিয়াদুজ্জামান খান ও শাসসুর রহমান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দুইজন মিলে ১১৮ রানের জুটি গড়েন। শামসুর রহমান ১০৭ বলে ৬৮ রান করে আউট হলেও জিয়াদুজ্জামান ৪৬ রান নিয়ে অপরাজিত আছেন। দিনশেষে ৪৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে ঢাকা মেট্রো। ২৭০ রান পিছিয়ে থেকে বুধবার তৃতীয় দিন শুরু করবে তারা।নাঈম হাসান ৪২ রানে একটি উইকেট নিয়েছেন। বাকি দুইজন রানআউটের শিকার হয়েছেন।