My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

ফর্মের তুঙ্গে আছেন ভারতীয় স্পিনিং অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে তিনি সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। একই টেস্টে সবচেয়ে বেশিবার সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের কীর্তিতে অশ্বিনের সামনে এখন শুধুই ইয়ান বোথাম। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসনকে।

ভারত ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অশ্বিন ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন। ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। ১ম ইনিংসে ১৩ রানে সাজঘরে ফিরলেও ২য় ইনিংসে হাঁকান ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ১০৬ রানের ইনিংসে তিনি একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের ৩য় নজির গড়েন।

ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি সবচেয়ে বেশিবার করে দেখিয়েছেন স্যার ইয়ান বোথাম। তিনি ৫ বার একই টেস্টে ৫ উইকেট ও সেঞ্চুরি করেছেন। এরপরের অবস্থানটাই অশ্বিনের। আর তৃতীয় স্থানে আছেন স্যার গ্যারি সোবার্স, সাকলায়েন মুশতাক, জ্যাক ক্যালিস ও সাকিব আল হাসান। তারা সবাই ২ বার করে এই কীর্তি গড়েছেন। টেস্টে সর্বশেষ ৫ উইকেট ও সেঞ্চুরি কীর্তি দেখা গিয়েছিল ২০১৬ সালে। সেই কীর্তির নায়ক রোস্টন চেজ।