My Sports App Download
500 MB Free on Subscription


৩৭৬ দিন পর শেরে বাংলায় সাকিব

গত বছরের ২৯ অক্টোবর সাকিব আল হাসান সর্বশেষ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পা রেখেছিলেন। দিনের হিসেবে ৩৭৬ দিন পর শেরে বাংলায় পা দিয়েছেন সাকিব। ৯ নভেম্বর (সোমবার) ফিটনেস টেস্ট দেয়ার জন্য এখানে আসেন তিনি। এই মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাংলাদেশের অগণিত ক্রিকেট ভক্ত।

এবার ফিটনেস টেস্টে পাস করতে পারলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরতে পারবেন সাকিব। সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। সেখানে বেশ কিছুক্ষণ শরীর চর্চা করেছেন তিনি।

শুধু সাকিবই নন এদিন ৫৯ জন ক্রিকেটার ফিটনেস টেস্ট দেবেন। সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে অংশ নেয়া ২৭ ক্রিকেটারের ফিটনেস টেস্ট দিতে হবে না। দ্বিতীয় দিন ৫৩ জন ক্রিকেটার ফিটনেস টেস্ট দেবেন।

এ প্রসঙ্গে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আসলে অনেকদিন পর প্লেয়াররা খেলায় ফিরছে। যারা ন্যাশনাল টিমের প্লেয়ার এবং যারা এইচপির প্লেয়ার তারা ইতিমধ্যে প্র্যাকটিস করতে পেরেছে। তাদের ফিটনেস অনেকটাই ভালো। এখন যারা খেলায় ফিরবে, মূলত তাদের ফিটনেসের অবস্থা পর্যবেক্ষণ করতেই এই ফিটনেস টেস্ট।’